শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে যা বলল বিসিবি
ব্যাট হাতে অনেকদিন ধরেই রান পাচ্ছিলেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্বে পাকিস্তান সফরে দল ভালো করলেও ব্যর্থ হয় ভারতে। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও হেরে যায় বাংলাদেশ। সবমিলিয়ে ভালো রকমের চাপে ছিলেন শান্ত।
এসব কারণেই যে শান্ত বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন সেটা দেশের ক্রিকেটাঙ্গনে চাউড় হয় আজ শনিবার দুপুরে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত। জানা যায়, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি।
আচমকা এই খবরে বিসিবির অবস্থান জানতে আজ পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চান সাংবাদিকরা। ফাহিম সাংবাদিকদের বলেন, ‘আমিও টিভির স্ক্রলে দেখেছি (শান্তর সরে দাঁড়ানোর খবর), আপনাদের কাছ থেকে শুনেছি, সে নাকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কোথাও। যদি হয়ে থাকে, আনুষ্ঠানিক কোনো কাগজ আমার কাছে আসেনি।’
তবে অধিনায়কত্বের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে সেটি শান্তর সঙ্গে কথা বলেই বিসিবি চূড়ান্ত করতে বলে জানালেন ফাহিম, ‘বিসিবি আলোচনা করতে চাইবে। কারণ, শান্ত এত দিন ধরে অধিনায়কত্ব করে আসছে, তার পিছনে সময় ব্যয় হয়েছে। আমরা একজনকে তৈরি করার চেষ্টা করছি।...(নতুন অধিনায়কে) আমাদের যেতে না চাওয়াটা স্বাভাবিক হবে। তারপরও এরকম ঘটনা ঘটতে পারে।’
বাংলাদেশে হুট করেই কেউ ভালো অধিনায়ক হয়ে যাবে না বলে মনে করেন ফাহিম, ‘শান্ত যদি না থাকে, তাহলে কারও না কারও কাছে আমাদের যেতে হবে। তাকেও কিন্তু একই জিনিস মোকাবিলা করতে হবে। আমাদের উচিত হবে, যে-ই অধিনায়ক হোক না কেন, পাশে থাকা। হঠাৎ করে স্টিভ ওয়াহ, মাধুগালে, ইমরান খান বা ধোনি হওয়া যায় না, সময় দিতে হবে।’
সাম্প্রতিক সময়ে শান্ত চাপে ছিল বলেও জানালেন তিনি, ‘আমরা সবাই জানি ও দুর্দান্ত একজন ব্যাটার। একজন খেলোয়াড় (শান্ত) আমাদেরই কারণে নেতৃত্ব দিতে পারছে না। কারণ, আমাদের মতো একটা দেশের ক্যাপ্টেন হওয়া মানে সব সময় চাপে থাকা; ভালো পারফরম্যান্স হবে না। তাকে নিয়ে আমরা যে পরিমাণ সমালোচনা করি বা যেভাবে সমালোচনা করি, সেটা কিন্তু তার জন্য কঠিন হয়ে যায়।’