২৯ বছর পর যে কীর্তি গড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৩
শেয়ার :
২৯ বছর পর যে কীর্তি গড়ল পাকিস্তান

জ্যাক লিচের করা ওভারে টানা ৪টি চার হাঁকালেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রাখলেন নিজের কাছেই। শোয়েব বশিরের করা পরের ওভারের প্রথম বলেই বাউন্ডারির ওপর দিয়ে সীমানাছাড়া করলেন মাসুদ। ৯ উইকেটে ম্যাচ জয়ের সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানেও জিতে নিল স্বাগতিকরা। 

গত চার বছরের মধ্যে এই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এল প্রায় ৯ বছর পর। সবশেষ ২০১৫ সালে ইংলিশদের হারিয়ে সিরিজ জিতেছিল পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়ের মতো কীর্তি দ্বিতীয়বারের মতো গড়ল পাকিস্তান। তার আগের কীর্তিটি ২৯ বছর আগের। ১৯৯৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিল দলটি। 

অধিনায়ক মাসুদের আগ্রাসী ফিনিশিংয়ের মতোই কর্তৃত্ব দেখিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। মহাসড়কের মতো ব্যাটিং পিচ বানিয়ে মুলতানে প্রথম ম্যাচেই হেরে যায় পাকিস্তান। পরের দুই ম্যাচে স্পিনিং ট্র্যাক বানিয়ে একাদশে রাখে নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মাহমুদের মতো স্পিনারদের। আর তাতেই বাজিমাত করে জেসন গিলেস্পির শিষ্যরা। তৃতীয় টেস্টের শেষ ইনিংসে ইংল্যান্ডের ১০টি উইকেটই তুলে নেন সাজিদ-নোমান। এতে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। 

গত বছর পাকিস্তানের লাল বলের দায়িত্ব নেওয়ার পর তৃতীয় সিরিজে এসে জয়ের মুখ দেখলেন মাসুদ। এর আগে, অভিষেক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারেন ৩-০ ব্যবধানে আর দ্বিতীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে হারেন ২-০ ব্যবধানে। 

মুলতানে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হার দেখে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। সাজিদ ও নোমান দলে ঢোকার পর দুই টেস্টের ৪০ ইংলিশ উইকেটে ৩৯টিই নেন। বাকি উইকেটটি জাহিদ মাহমুদের। এর মাধ্যমে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার প্রথম সিরিজ জয় দেখল পাকিস্তান।