৩৫ বছরে মারা গেলেন মরক্কোর ফুটবলার
মরক্কোর ফুটবলার আব্দেলাজিজ বেরাদার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৫ বছর। তার সাবেক ক্লাব মার্সেই বেরাদার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। কিন্তু মরক্কোর গণমাধ্যমে তার মৃত্যুর কারণ বলা হয়েছে ‘হার্ট অ্যাটাক’।
আন্তর্জাতিক ফুটবল খেলার জন্য মরক্কোকে বেছে নেয়া বেরাদার জন্ম অবশ্য ফ্রান্সে। তিনি জাতীয় দলের হয়ে ২৬টি ম্যাচ খেলেছেন। যেখানে ২০১১ সালে অনূর্ধ্ব-২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে ওঠা মরক্কো দলের অংশ ছিলেন।
এদিকে ক্যারিয়ারে ফরাসি ক্লাব মার্সেই ছাড়াও স্প্যানিশ দল গেতাফের হয়ে খেলেছেন বেরাদা। তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ক্লাবেও খেলেছেন তিনি। ফরাসি ক্লাব পিএসজির রিজার্ভ দলের হয়েও মাঠে নেমেছেন এই মিডফিল্ডার।
২০২১ সালে ফুটবলকে বিদায় বলা বেরাদা সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ২২৭ ম্যাচ। ৪০ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩৬টিতে।