অস্ট্রেলিয়া ক্রিকেটে ভুতুড়ে কাণ্ড, ১ রানেই নেই ৮ উইকেট

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১৪:২৬
শেয়ার :
অস্ট্রেলিয়া ক্রিকেটে ভুতুড়ে কাণ্ড, ১ রানেই নেই ৮ উইকেট

১০ রানে প্রথম উইকেট হারানোর পর ২ উইকেট হারিয়ে ৫২ রান করে ফেলেছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। অথচ, সেখান থেকে আর ১ রান যোগ করতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলল দলটি। এই সময়ে তারা খেলেছে ২৮ বল। ভুতুড়ে এই কাণ্ড দেখা গেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ওয়ানডে কাপে। 

তাসমানিয়ার বিপক্ষে ২০ ওভার ১ বলেই ৫৩ রানে গুটিয়ে যায় টুর্নামেন্টের গত তিনবারের চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পরে ছোট এই লক্ষ্য মাত্র ৮ ওভার ৩ বল খেলেই ৩ উইকেট হারিয়ে অতিক্রম করে তাসমানিয়া। 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে অ্যারন হার্ডিকে হারায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এরপর ৩৫ রানের জুটি গড়েন দা’রসি শর্ট ও ক্যামেরন ব্যানক্রফট। দলীয় ৪৫ রানের মাথায় ব্যক্তিগত ২২ রান করে ফেরেন শর্ট। এরপর ব্যানক্রফটের সঙ্গে মাঠে নামেন জস ইংলিস। দলীয় রান ৫২ হওয়ার পরই শুরু হয় ধস। 

৫২ রানেই ফেরেন ব্যানক্রফট, অ্যাশটন টার্নার, ইংলিস, হিলটন কার্টরাইট ও কুপার কনোলি। এরপর এক রান আসে অতিরিক্ত থেকে। তারপর ফেরেন ঝাই রিচার্ডসন, জোয়েল প্যারিস ও অ্যাশটন অ্যাগার। তারা বেশিরভাগই অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিচিত মুখ। এদের মধ্যে শেষ ৭ ব্যাটার কোনো রানই করতে পারেননি। 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ধসে দেওয়ার নায়ক তাসমানিয়ার বাউ ওয়েবস্টার। ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট নেন তিনি। এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং। এর আগে কখনো ৪ উইকেটই পাননি তিনি। বিলি স্টানলেক ১২ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে অলআউট হয়েছিল সাউথ অস্ট্রেলিয়া। লজ্জাজনক এই হারে টুর্নামেন্টটিতে টানা চার শিরোপার স্বপ্ন ভেস্তে যাওয়ার পথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার।