চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াডে এক পরিবর্তন
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। মিরপুরে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সেই ম্যাচে টাইগার স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছে।
মিরপুর টেস্টের একাদশে না থাকলেও ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে চট্টগ্রাম টেস্টে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তাসকিনের জায়গায় দলে সুযোগ দেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।
চট্টগ্রাম টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচটি হবে সিরিজ বাঁচানোর লড়াই। যদিও একাদশে খালেদের জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। মিরপুর টেস্টে বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে খেলেছেন হাসান মাহমুদ। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান; তিন স্পিনার নিয়ে খেলেছে বাংলাদশে।
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও খালেদ আহমেদ।