আ.লীগের ডিএনএতে ফ্যাসিজম আছে : ড. আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের ডিএনএতেই ফ্যাসিজম আছে। শুধু জুলাই কিংবা শাপলা চত্বর হত্যাকা- না, স্বাধীনতা-পরবর্তী ’৭২ সালে ক্ষমতায় আসার পর একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিল। গতকাল বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আদর্শ প্রকাশনী আয়োজিত ‘গণতন্ত্রের অভিযাত্রা : আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। সিরাজ শিকদার হত্যাকা-ে সরাসরি জড়িত ছিল তারা। শুধু ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করার কারণে সে সময় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিলকে গুম করা হয়। জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঠিক কত লোক মারা গিয়েছে তা আমরা জানি না। যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে যে নৃশংসতা ও হত্যার খবর আমরা প্রতিনিয়ত জানতে পারছি তা ভাষায় বর্ণনা কঠিন। শেখ হাসিনা দেশের প্রতিটি সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এগুলো সংস্কারে সময় দিতে হবে। আমরা ১৫ বছর ধৈর্য ধারণ করেছিলাম, এখন যেন অল্পতেই অধৈর্য হয়ে না পড়ি। নিজের এবং সরকারের সমালোচনাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সমালোচনা অবশ্যই করবেন, তবে একটু ভালোবাসা দিয়ে করবেন, আমরা তো আর আওয়ামী লীগ না।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
এ সময় আরও উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, সাংবাদিক মনির হায়দার, সাহেদ আলম, সাইয়েদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও উমামা ফাতেমা।