সাজিদের ৬, রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে ১৩ উইকেট

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৭
শেয়ার :
সাজিদের ৬, রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে ১৩ উইকেট

পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ছিল পুরোপুরি ব্যাটিং পিচ। মুলতানের সেই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও হারে পাকিস্তান। এরপর একই মাঠে স্পিন পিচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও দেখা গেল স্পিন আধিপত্য। প্রথম দিনেই পড়ল ১৩ উইকেট। যার মধ্যে ১২টিই স্পিনারদের। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাক পেয়েই স্পিন ভেলকি দেখিয়েছেন সাজিদ খান। হয়েছিলেন ম্যাচসেরাও। তৃতীয় ম্যাচেও ইংল্যান্ড পড়ল তার স্পিন তোপে। ইংল্যান্ডকে ২৬৭ রানে অলআউট করার পথে একাই ৬ উইকেট নিয়েছেন সাজিদ। ইংল্যান্ডের এই রান অতিক্রম করতে গিয়ে তৃতীয় সেশনে ২৩ ওভার ব্যাট করে ৭৩ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান। ইংলিশদের রান অতিক্রম করতে এখনো প্রয়োজন ১৯৪ রান।

সাজিদ ৬ উইকেট ছাড়া পাকিস্তানের নেওয়া ৪ উইকেটের তিনটি শিকার করেছেন দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নেওয়া নুমান আলী। বাকি উইকেটটি লেগ স্পিনার জাহিদ মাহমুদের। ইংলিশদের হয়ে প্রথম দুই উইকেট নেন দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচ। একমাত্র পেসার হিসেবে আজ উইকেট শিকার করেন গাস অ্যাটকিনসন। 

রাওয়ালপিন্ডিতে টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালোই করে ইংল্যান্ড। ৫৬ রান যোগ করেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে এক শ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। রান পাননি ওলি পোপ, জো রুট ও হ্যারি ব্রুক। ৯৮ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়া বেন ডাকেট করেছেন ৫২ রান। ১১৮ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন বেন স্টোকস। 

দল যখন বিপর্যয়ে তখনই হাল ধরেন জেমি স্মিথ ও অ্যাটকিনসন। সপ্তম উইকেটে এই দুজন যোগ করেন ১০৫ রান। ২২৩ রানের মাথায় অ্যাটকিনসন ৩৯ রান করে ফিরলে ভাঙে এই জুটি। ২৪২ রানের মাথায় ৮৯ রান করে আউট হন স্মিথ। শেষের দিকে জ্যাক লিচ ১৬ রান করলে ইংল্যান্ডের রান ২৬৭’তে পৌঁছায়। 

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে পাকিস্তানও ৩৫ রান করে ফেলে কোনো উইকেট না হারিয়ে। তবে হঠাৎ এক ঝড়ে ৪৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। মাত্র ১১ রানের মধ্যে বিদায় নেন আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব ও কামরান গুলাম। তবে শেষ বিকেলে আর কোনো বিপদ ঘটতে দেননি শান মাসুদ ও সৌদ শাকিল। সেই ৩ উইকেট হারিয়েই ৭৩ রান তুলে দিন শেষ করে পাকিস্তান।