ওয়াশিংটনের বিষাক্ত স্পিনে ভারতের সুন্দর দিন

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৮:০৭
শেয়ার :
ওয়াশিংটনের বিষাক্ত স্পিনে ভারতের সুন্দর দিন

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অপ্রত্যাশিতভাবে হেরে যায় ভারত। দ্বিতীয় টেস্টেই স্কোয়াডে যুক্ত করা হয় ওয়াশিংটন সুন্দরকে। পুনেতে চলমান টেস্টের একাদশে সুযোগ পেয়েই কিউই ব্যাটারদের ওপর নিজের স্পিন বিষ ঢাললেন সুন্দর। তাতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানেই গুটিয়ে দিল স্বাগতিকরা। 

নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাটিং করতে নামে ভারত। ১১ ওভার খেলে ১৬ রান তুলতেই ১ উইকেট হারায় স্বাগতিকরা। কোনো রান না করেই টিম সাউদির বলে বোল্ড হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। উইকেটে যশস্বী জয়সোয়ালের সঙ্গে আছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের রান অতিক্রম করতে ভারতের এখনো প্রয়োজন ২৪৩ রান। 

প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে সমালোচিত হয়েছিলেন রোহিত। আজ টস না জিতলেও দুই ডানহাতি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও সুন্দরকে একাদশে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিলেন রোহিত। নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের আধিক্যের কারণে একাদশে এই দুজন। তারা ভাগ করে নিয়েছেন কিউইদের ১০ উইকেট। এর মধ্যে সুন্দরের উইকেট ৭টি, অশ্বিনের ৩টি। 

আজ শুরুটা অবশ্য ভালোই করেছিল নিউজিল্যান্ড। ৩ উইকেট হারিয়েই তুলে ফেলেছিল ১৯৭ রান। তাদের শেষ ৭ উইকেট পড়ে মাত্র ৬২ রানের মধ্যে। শেষ ৭ উইকেটের মধ্যে সবগুলোই সুন্দরের। আর প্রথম ৩ ব্যাটার টম ল্যাথাম, উইল ইয়ং ও ডেভন কনওয়ের উইকেট নেন অশ্বিন। 

---ভারতের হয়ে শেষ ৭ উইকেটই নিয়েছেন সুন্দর। ছবি: বিসিসিআই

কিউইদের মধ্যে সর্বোচ্চ ৭৬ রান করেন আগের ম্যাচে একটুর জন্য সেঞ্চুরি মিস করা ওপেনার কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেন আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচসেরা হওয়া রাচিন রবীন্দ্র। ৩৩ রান এসেছে মিচেল স্যান্টনারের ব্যাটে। 

ভারতের একাদশে আজকে ফেরানো হয়েছে শুভমান গিলকে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন লোকেশ রাহুল। অন্যদিকে, অফফর্মে থাকা মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে দলে ফেরানো হয়েছে আরেক পেসার আকাশ দীপকে। নিউজিল্যান্ড দলে ম্যাট হেনরির জায়গায় ঢুকেছেন মিচেল স্যান্টনার।