ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে কক্স ও রেহান
ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে যুক্ত হলেন উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স ও স্পিনার রেহান আহমেদ। টেস্ট সিরিজের জন্য বর্তমানে পাকিস্তানে আছেন তারা। তৃতীয় এই টেস্ট চলাকালেই ইংল্যান্ডে ফিরবেন কক্স। আর একাদশে থাকায় ম্যাচ শেষ করেই উড়াল দেবেন রেহান। সেক্ষেত্রে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি।
আগামী ৩১ অক্টোবর থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আগেই জানা গিয়েছিল, ৩ ম্যাচের এই সিরিজে চোটের কারণে থাকছেন না নিয়মিত অধিনায়ক জস বাটলার। তার বদলে অধিনায়কত্ব করবেন লিয়াম লিভিংস্টোন। তবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাটলারই অধিনায়ক হিসেবে থাকছেন।
গত মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় কক্সের। এবার শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজই খেলবেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না তাকে। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আবার প্রস্তুতি ক্যাম্পে ফিরবেন এই উইকেটকিপার ব্যাটার।
৩১ অক্টোবর প্রথম ওয়ানডের পর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। বার্বাডোজে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। একই মাঠে ৯ ও ১০ নভেম্বর হবে প্রথম দুই টি-টোয়েন্টি। সেন্ট লুসিয়ায় শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৪, ১৬ ও ১৭ তারিখ।
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক, শুধুমাত্র টি-টোয়েন্টি), রেহান আহমেদ, জোফরা আর্চার, জ্যাকব বেথেল, জাফর চোহান, জর্ডান কক্স (ওয়ানডে), স্যাম কারেন, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন (ওয়ানডে অধিনায়ক), সাকিব মাহমুদ, ড্যান মসলি, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে ও জন টার্নার।