সবাইকে ছাড়িয়ে অশ্বিন

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৬:১৯
শেয়ার :
সবাইকে ছাড়িয়ে অশ্বিন

ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০১১ সালে টেস্ট অভিষেকের পর থেকে এরই মধ্যে নিয়েছেন পাঁচ শ’র বেশি উইকেট। বয়স ৩৮ পেরিয়ে গেলেও ফর্মের চূড়ায় আছেন এই অফ স্পিনার। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে আছেন দুই নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেও দারুণ বল করছেন তিনি। 

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটশিকারীর গৌরব অর্জন করলেন তিনি। ২০১৯ সালে শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে দুই বছর করে একটি চক্র থাকে। বর্তমানে চলছে তৃতীয় চক্র। 

১৮৭ উইকেট নিয়ে এতদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের উইকেট তালিকায় সবার ওপরে ছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে অশ্বিনের উইকেট ছিল ১৮৬টি। কিউই ওপেনার টম ল্যাথামের পর উইল ইয়ংয়ের উইকেট নেওয়ার পরই লায়নকে ছাড়িয়ে যান অশ্বিন। পরে অবশ্য আরও একটি উইকেট নেন তিনি। তাতে ২৫৯ রানে পুনে টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয় নিউজিল্যান্ড। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটশিকারী

রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ১৮৮

নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ১৮৭

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)-১৭৫

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ১৪৭

স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ১৩৪