রাজার বিধ্বংসী ইনিংসে ২০ ওভারে জিম্বাবুয়ের ৩৪৪

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ২০:২৪
শেয়ার :
রাজার বিধ্বংসী ইনিংসে ২০ ওভারে জিম্বাবুয়ের ৩৪৪

স্বীকৃত টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রান ছিল নেপালের। গত বছরের সেপ্টেম্বরে চীনের হাংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩১৪ রান করেছিল পাহাড়ঘেরা দেশটি। আজ নেপালের সেই রেকর্ড ভেঙে দিল সিকান্দার রাজার জিম্বাবুয়ে। ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করল আফ্রিকার এই দেশটি। 

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে রান করার এই রেকর্ড করল জিম্বাবুয়ে। বিশাল এই রানের জবাবে মাত্র ৫৪ রানেই গুটিয়ে গেছে গাম্বিয়া। তাতে ২৯০ রানের বিশাল জয় পেয়েছে রোডেশিয়ানরা। ১৫ ছক্কায় ৪৩ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। 

কেনিয়ার নাইরোবিতে আজ বুধবার টসে জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৯৮ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি। পাওয়ার প্লেতে ১ উইকেটে ১০৩ রান করে দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। গত মাসে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ৬ ওভারে ১১৩ রান করেছিল অস্ট্রেলিয়া। 

মাত্র ১৩ বলে ফিফটি করেন মারুমানি। জিম্বাবুয়ের হয়ে এটিই দ্রুততম ফিফটি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয়। ১৯ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৬২ রান করে ষষ্ঠ ওভারে বিদায় নেন মারুমানি। তিন নম্বরে নামা ব্রায়ান বেনেট ৫ বলে করেন ডিওন মায়র্স। আরেক ওপেনার বেনেট ২৬ বলে ৭ চার ও এক ছক্কায় করেন ৫০ রান। 

চার নম্বরে ব্যাটিংয়ে নামেন রাজা। পাঁচে নেমে ১১ বলে ২৫ রান করেন রায়ান বার্ল। প্রথম পঞ্চাশ ছুঁতে মাত্র ২০ বল লাগে রাজার। আর সেঞ্চুরি পূরণ করতে মোট ৩৩ বল খরচ করেন তিনি। তার মানে শেষের পঞ্চাশ করেন মাত্র ১৩ বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। ৩৩ বলে শতক হাঁকিয়েছিলেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন। আর গত জুনে ২৭ বলে সেঞ্চুরি হাঁকান স্তোনিয়ার সাহিল চৌহান। 

শেষ পর্যন্ত ৪৩ বলে ৭টি চার ও ১৫ ছক্কায় ১৪৩ রানে অপরাজিত থাকেন রাজা। আরেক পাশে ১৭ বলে ৫৩ রান করে অপরাজিত তাকেন ক্লাইভ মাদান্ডে। গাম্বিয়ার মুসা জোবার্টে ৪ ওভারে দেন ৯৩ রান। পঞ্চাশের ওপর রান দেন আরও ৪ জন।

জবাব দিতে নেমে ১৪ ওভার ৪ বলে ৫৪ রানে গুটিয়ে যায় গাম্বিয়া। দলের হয়ে দুই অঙ্কের রানের দেখা পান কেবল দশ নম্বরে নামা আন্দ্রে জারজু। ৪ ওভার বল করে ১০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ব্রেন্ডন মাভুতা। সমান ওভারে সমান উইকেট নিলেও ১৩ রান দেন রিচার্ড এনগারাভা। টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ২৭৩ রানই ছিল জয়ের ব্যবধানের রেকর্ড।