বার্সেলোনা মহারণের আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৮:০৪
শেয়ার :
বার্সেলোনা মহারণের আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ

স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোর লড়াই ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত। নিজেদের এগিয়ে নেওয়ার পাশাপাশি ম্যাচটি মর্যাদারও লড়াই। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে এল ক্লাসিকোর জন্য বেশ চনমনেই থাকার কথা রিয়ালের। তবে জোড়া দুঃসংবাদে আগামী শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বড়সড় ধাক্কাই খেল লস ব্লাঙ্কোসরা। 

ডর্টমুন্ডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে চোটে পড়েছেন দলের প্রধান গোলরক্ষক থিবো কুর্তোয়া। এই তারকার চোটের বিষয়টি মাদ্রিদ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কিছুদিন আগেই চোট কাটিয়ে ফিরেছিলেন তিনি। ক্লাবটি জানায়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের পরীক্ষা-নিরীক্ষায় থিবো কর্তোয়ার বাম পায়ের অ্যাবডাক্টার পেশিতে চোটের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।’

আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ার আগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের সময় চোট পেয়ে ছিটকে গিয়েচিলেন কুর্তোয়া। গত সপ্তাহে সেল্টা ভিগোর ম্যাচ দিয়েই খেলায় ফেরেন এই গোলরক্ষক। নতুন করে আবারও মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। আগামী দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকাকে। তার অনুপস্থিতিতে গোলবার সামলাবেন গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা আন্দ্রে লুনিন। 

রিয়ালের জন্য আরও এক দুঃসংবাদ হচ্ছে এল ক্লাসিকোতে দলের আক্রমণভাগের ফুটবলার রদ্রিগোকে পাচ্ছে না তারা। ডর্টমুন্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই উইঙ্গার। এছাড়া আগে থেকে ইনজুরি থাকায় এল ক্লাসিকোয় থাকছেন না দুই ডিফেন্ডার ডাভিড আলাবা আর দানি কার্ভাহালও। এসব চোটের কারণে চিন্তায় থাকতে হবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।