র্যাঙ্কিংয়ে কোহলিকে টপকে গেলেন পন্ত
মারাত্মক গাড়ি দুর্ঘটনায় এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পন্ত। তবে দুর্ঘটনা থেকে ক্রিকেটে ফিরে পারফরম্যান্সে কোনো ছাপ ফেলতে দেননি এই বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে ভারত হারলেও ব্যাট হাতে ঠিকই উজ্জ্বল ছিলেন পন্ত।
বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে আউট হয়েছেন পন্ত। তাতে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ছয় নম্বরে পন্ত। তারকা ব্যাটার কোহলি এক ধাপ নিচে নেমে এখন আছেন অষ্টম স্থানে। যদিও বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ঝকমকে ইনিংস খেলেছিলেন তিনি।
ভারতীয় ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে যশস্বী জয়সোয়াল। চতুর্থ নম্বরে আছেন এই বাঁহাতি ওপেনার। ভারতের অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা দুই ধাপ পিছিয়ে যৌথভাবে আছেন ১৫তম স্থানে। একই র্যাঙ্কিং শ্রীলংকার ওপেনার দিমুথ করুনারত্নের। তালিকায় সবার শীর্ষে যথারীতি জো রুট।
বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের জয়ের দুই নায়ক রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে বিশাল লাফ দিয়েছেন। ৩৬ ধাপ এগিয়ে রাচিন আছেন ৩৬তম স্থানে। আর ১২ ধাপ এগিয়ে ওপেনার কনওয়ে এখন ৩৬তম স্থানে। কিউইদের মধ্যে বোলিংয়ে উন্নতি করে ৯ নম্বরে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া ম্যাচ হেনরি। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৮ উইকেট। ২ ধাপ এগিয়ে বেঙ্গালুরু টেস্টে ৭ উইকেট পাওয়া উইল ও’রোর্ক আছেন ৩৯তম স্থানে।
ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের স্পিনার নুমান আলী পেয়েছেন ১১ উইকেট। টেস্ট বোলার র্যাঙ্কিংয়ের ১৭তম স্থানে তিনি। ২২ ধাপ এগিয়ে ৫০তম স্থানে তার সতীর্থ স্পিনার সাজিদ খান। বোলারদের মধ্যে সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।