ভারতের বিপক্ষে জয়ই বাংলাদেশের একমাত্র লক্ষ্য
ভারতের বিপক্ষে নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে ড্র কিংবা ২-০ গোলে হেরে গেলেও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
কেননা, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এগিয়ে রয়েছেন লাল-সবুজের জার্সিধারীরা। ভারতের কাছে ৫-২ গোলে হেরেছিলেন পাকিস্তানি মেয়েরা।
ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন সাবিনা, মনিকারা। ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের ডিফেন্ডার কোহাতি কিসকু বলেছেন, ‘আমরা জয়ের জন্য-ই মাঠে নামব।’ এই নিয়ে সপ্তমবারের মতো নারী সাফ হচ্ছে। গত আসরে (২০২২ সালে) নেপালের মাঠেই প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার সাবিনাদের শিরোপা ধরে রাখার মিশন।
অন্যদিকে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার আগে নারী সাফের পাঁচটি শিরোপাই ঘরে তুলেছেন ভারতীয় মেয়েরা। প্রবল প্রতিপক্ষ হলেও ভারতকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবেন লাল-সবুজের জার্সিধারীরা। ভারতের বিপক্ষে জয় পেলে আত্মবিশ্বাস বেড়ে যাবে মেয়েদের। এটি কাজে লাগিয়ে পরবর্তী খেলায় সাফল্য দেখাতে পারেন তারা। ভারতের বেশ কিছু দুর্বলতা আছে, যা নিয়ে বিশ্লেষণ করেছে বাংলাদেশ। এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের মেয়েরা।
অপর দিকে, পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়ে উজ্জীবিত ভারত দল। সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া ভারতের মেয়েরা আজ নিজেদের যাছাই করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে সেমিফাইনালে খেলা সহজ হয়ে যায়।