শোকজের জবাবে যা লিখলেন ফখর

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১৯:৫২
শেয়ার :
শোকজের জবাবে যা লিখলেন ফখর

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাবর আজমকে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি বাদ দেওয়ায় নাখোশ হয়েছিলেন সতীর্থ ফখর জামান। তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে নির্বাচক কমিটির এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় তাকে শোকজ নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি ফখরকে এমন পোস্ট দেওয়ায় শোকজ করে ব্যাখ্যা দেওয়ার জন্য সাত দিন সময় বেঁধে দিয়েছিল। অবশেষে বেঁধে দেওয়া সময়ের ষষ্ঠ দিনেই জবাব দিয়েছেন ফখর। তিনি জানিয়েছেন, একজন বন্ধু ও সতীর্থ হিসেবে বাবরের বাদ পড়া তার কাছে উদ্বেগের মনে হয়েছিল। সেই উদ্বেগ থেকেই মন্তব্য করেছিলেন।

শোকজ নোটিশের জবাবে ফখর লিখেছেন, ‘বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সে কারণেই (তাঁকে বাদ দেওয়ার পর) নিজের মতামত প্রকাশ করতে বাধ্য হয়েছি। আমি বিশ্বাস করি, খারাপ সময়েও বাবর আজম দলে সুযোগ পাওয়ার যোগ্য। একজন সতীর্থ হিসেবে এটা পিসিবির কেন্দ্রীয় চুক্তিরই প্রতিফলন।’ তবে পিসিবির সিদ্ধান্তের প্রতিও সম্মান জানিয়েছেন ফখর, ‘পিসিবি আমাদের প্রতিষ্ঠান। আমরা এটিকে সম্মান জানাতে থাকব।’

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সম্প্রতি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ফখর। তাকে ৮ মিনিটে ২ কিলোমিটার দৌড়াতে বলা হয়েছিল। তিনি সেটা করতে ব্যর্থ হন; যদিও এই চোট নিয়েই ফখর ঘরোয়া ক্রিকেটে খেলছেন। পিসিবির নতুন নির্বাচক আকিব জাভেদ তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে ফিটনেস ইস্যুকে কিছুটা শিথিল করেছেন। তবে বাবর ইস্যুতে তাঁর মন্তব্যে এখনো কয়েকজন বোর্ড কর্মকর্তা অখুশি।