সাকিবদের কোচের দায়িত্বে ইউনিস খান

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১৮:১৯
শেয়ার :
সাকিবদের কোচের দায়িত্বে ইউনিস খান

বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার ইউনিস খান। আবু ধাবি টি-টেন লিগের আসছে আসর থেকে এই কিংবদন্তি কাজ করবেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা টাইগার্স জানায়, পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইউনিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলা টাইগার্সে ইউনিস সাকিব আল হাসান, রাশিদ খান, লিয়াম লিভিংস্টোন, দিনেশ কার্তিক, ইফতিখার আহমেদের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন।

এর আগে ২০১৭ সালে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ডধারী ইউনিস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। পরবর্তীতে পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

এদিকে আবু ধাবি টি-টেন লিগের আসন্ন অষ্টম আসরে দলের সংখ্যা দুটি বাড়িয়ে মোট ১০টি করা হয়েছে। ১০ ওভারের এই প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২ ডিসেম্বর।