২০০ উইকেটের মাইলফলকে সাকিব থেকে এগিয়ে তাইজুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করে অবশ্য ব্যাটিংয়ে ব্যর্থ হয়। তবে জবাব দিতে নামা প্রোটিয়ারা তাইজুল ইসলামের স্পিনের কুপোকাত হয়। দ. আফ্রিকার ৬ উইকেটের ৫টিই নিয়েছেন এই বাঁহাতি। এরই মাঝে টেস্ট ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলকেও পৌঁছে যান তিনি।
তাইজুল বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন। যেখানে এতদিন এই অর্জন ছিল শুধুমাত্র সাকিব আল হাসানের।
অবশ্য মাইলফলকটি ছুঁতে সাকিবের ৫৪ টেস্ট লেগেছিল। তাইজুল সেখানে পৌঁছে গেলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের চেয়ে ৬ টেস্ট কম খেলেই।
তাইজুল ২০০ থেকে ৪ উইকেটের দূরত্বে এই টেস্ট শুরু করেছিলেন। তার ঘূর্ণিতে একে একে পরাস্থ হন ক্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেল্টন ও ম্যাথিউ ব্রিটজক। টাইগারদের হয়ে এই নিয়ে ১৩ বার টেস্টে এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তিনি। ১৯ বার ৫ উইকেট নিয়ে রেকর্ড যথারীতি সাকিব আল হাসানের। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১০ বার।
এর আগে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। ২০১ উইকেটের মধ্যে দেশের মাঠে ৩৪ টেস্টে তার প্রাপ্তি ১৬২ উইকেট, দেশের বাইরে ১৪ টেস্টে ৩৯টি।
এদিকে বাঁহাতি স্পিনে ২০০ উইকেট নেওয়া টেস্ট ইতিহাসের সপ্তম বোলার তাইজুল। ৪৩৩ উইকেট নিয়ে সবার ওপরে রাঙ্গানা হেরাথ, ৩৬২ উইকেট ড্যানিয়েল ভেটোরির, ৩০৬টি রাভিন্দ্রা জাদেজার। ইংলিশ গ্রেট ডেরেক আন্ডারউড ক্যারিয়ার শেষ করেছেন ২৯৭ উইকেটে, কিংবদন্তি বিষেন সিং বেদির উইকেট ২৬৬টি। সাকিব যদি আর খেলতে না পারেন, তার ক্যারিয়ার শেষ হবে ২৪৬ উইকেট নিয়ে।