মুশফিকের স্ট্যাম্প উপড়ে যে মাইলফলকে দ্রুততম রাবাদা
মাইলফলক থেকে হাতছোঁয়া দূরত্বে থেকেই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। টেস্টে ২৯৯ উইকেট ঝুলিতে নিয়ে ৩০০ উইকেটে দ্বারপ্রান্তে ছিলেন তিনি। ইনিংসের শুরুর দিকে উইয়ান মুল্ডারের শো থাকলেও উইকেট নিতে দেরি করলেন না রাবাদাও। ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে মুশফিকুর রহিমের উইকেট উপড়ে ফেলেন এই পেসার।
টেস্টে ষষ্ঠ প্রোটিয়া বোলার হিসেবে ৩০০ উইকেটের মালিক হয়ে গেলেন রাবাদা। এর আগে প্রোটিয়াদের হয়ে এই মাইলফক ছুয়েছেন অ্যালান ডোনাল্ড (৩৩০), শন পোলক (৪২১), মাখায় এনটিনি (৩৯০), ডেল স্টেইন (৪৩৯) ও মরনে মরকেল (৩০৯)। এরা সবাই পেসার। টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে এই মাইলফলক ছোয়া ক্রিকেটার এখন ৩৯ জন।
মাইলফলক ছোয়ার দিনে একটি রেকর্ডও করেছেন রাবাদা। সবচেয়ে কম ডেলিভারিতে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পেছনে ফেলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসকে। ৩০০ উইকেট শিকারে রাবাদার লেগেছে ১১ হাজার ৮১৭ ডেলিভারি। ওয়াকার ৩০০ ছুয়েছিলেন ১২ হাজার ৬০২ ডেলিভারি করে।
সবমিলিয়ে ৬৪ টেস্ট খেলে তিন শ উইকেটের দেখা পেলেন রাবাদা। তার চেয়ে কম টেস্ট খেলে প্রোটিয়াদের মধ্যে এই মাইলফলক স্পর্শ করেছেন স্টেইন। সাবেক বিশ্বসেরা স্টেইনের তিন শ উইকেট শিকারে লেগেছিল ৬১ ম্যাচ। সবচেয়ে কম ৫৪ ম্যাচ খেলে এই মাইলফলকে সবার ওপরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।