৫ গোলের জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ল বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১১:২০
শেয়ার :
৫ গোলের জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ল বার্সেলোনার

আন্তর্জাতিক বিরতির পরও ফর্ম অব্যাহত রইল স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনার। রবার্তো লেভানদোভস্কি ও পাবলো তোরের জোড়া গোলে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল হ্যান্সি ফ্লিকের দল। তাতে লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ল বার্সেলোনার। 

১০ ম্যাচ শেষে ৯টি জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট ২৭। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ২৪। আগামী ২৭ তারিখ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা। সেই ম্যাচে বার্সেলোনাকে ধরে ফেলার সুযোগ আছে রিয়ালের সামনে। 

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে নেন লেভানদোভস্কি। রাফিনিয়াকে সেভিয়ার ফের্নান্দেস বক্সে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। লেভানদোভস্কির বাড়ানো বল পেয়ে টেনে নিয়ে গিয়ে বক্সে পেদ্রিকে পাস দেন ইয়ামাল। বল সেভিয়ার জালে জড়াতে কোনো ভুল করেননি পেদ্রি। 

---গোল দিয়েছেন পেদ্রি। ছবি: বার্সেলোনা

৩৭তম মিনিটে দলকে আরও এগিয়ে দেন লেভানদোভস্কি। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার জোরাল শটে আলতো করে পা ছুইয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন লেভানদোভস্কি। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ ৫ লিগে গোলদাতার তালিকায় তিনে উঠে আসলেন তিনি। তার গোলসংখ্যা এখন ৩৬৬। তার ওপরে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (৪৯৫) ও লিওনেল মেসি (৪৯৬)।

৮১তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোল পান তোরে। তার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। তার পরের মিনিটে প্রায় এক বছর মাঠে ফেরেন গাভি। ৮৭তম মিনিটে সেভিয়ার হয়ে এক গোল শোধ করেন ইদুম্বো। পরের মিনিটেই আরও এক গোল দেন তোরে। তাতে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।