যেসব কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার তরফদারের

ক্রীড়া প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৪, ১০:০২
শেয়ার :
যেসব কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার তরফদারের

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। আকর্ষণের কেন্দ্রে ছিল সিনিয়র সহসভাপতি পদ ঘিরে। যেখানে প্রার্থিতায় তরফদার রুহুল আমিন ও ইমরুল হাসান। কিন্তু গতকাল রবিবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রুহুল আমিন। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে জয়ী হতে যাচ্ছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান।

সরে দাঁড়ানোর কারণ হিসেবে দরখাস্তে বাফুফে নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন রুহুল আমিন। এ ছাড়া মনোনয়ন প্রত্যাহারের কয়েকটি কারণ উল্লেখ করেছেন এ ফুটবল সংগঠক। সেগুলো হলো-

১. আইন না মেনে ডেলিগেট ফরম সরাসরি হাতে হাতে প্রদান করা।

২. ফিফা কর্তৃক নিষিদ্ধ এবং বাফুফে থেকে বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ কর্তৃক নির্বাচন বিধিমালা প্রকাশ ও বিতরণ।

৩. প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠন। কারণ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে পরপর ৫ বার একই দায়িত্বে নিয়োগ প্রদান করা হয়েছে।

৪. নির্বাচন আয়োজনের স্বচ্ছ পরিবেশ তৈরি করতে না পারা।

৫. নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকা।