প্রথম ম্যাচ হারের পর নতুন তারকাকে দলে নিল ভারত

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১৯:৩৬
শেয়ার :
প্রথম ম্যাচ হারের পর নতুন তারকাকে দলে নিল ভারত

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হেরেছে স্বাগতিক ভারত। সিরিজের শুরুতে এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল স্বাগতিকরা। আজ আরও একজনকে দলে অন্তর্ভুক্ত করল তারা। 

নতুন করে ভারতের স্কোয়াডে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। পরবর্তী দুই টেস্টে তাই পাকিস্তানের স্কোয়াডের সদস্য সংখ্যা ১৬। বলে-ব্যাটে বেশ কার্যকরী সুন্দর। ডান হাতে অফ স্পিন করার পাশাপাশি বাঁ হাতে ব্যাটিংটাও মন্দ করেন না চেন্নাইয়ের এই ক্রিকেটার। 

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের আজকের টেস্ট জয় এসেছে ৮ উইকেটে। প্রথম ইনিংসে ভারততে মাত্র ৪৬ রানে গুটিয়ে দেয় কিউইরা। জবাবে নিজেরা প্রথম ইনিংসে তোলে ৪০২ রান। প্রথম ইনিংসে ৩৫৬ রানের বিশাল লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৪৬২ রান। তাতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৭ রানের। আজ টেস্টের পঞ্চম দিনে নিউজিল্যান্ড এই লক্ষ্য অতিক্রম করে ৮ উইকেট হাতে রেখেই। এই নিয়ে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড।

---ওয়াশিংটন সুন্দর। ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার পুনেতে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট। আর সিরিজের শেষ ম্যাচ শুরু হবে আগামী ১ নভেম্বর, মুম্বাইতে। পরের ম্যাচেই ফিরতে পারেন শুভমান গিল। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে লোকেশ রাহুলের। 

ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব , মো. সিরাজ, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর।