পাকিস্তানকে হারানোই সাবিনাদের প্রধান লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১১:১২
শেয়ার :
পাকিস্তানকে হারানোই সাবিনাদের প্রধান লক্ষ্য

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরে আজ রবিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাবিনা খাতুনদের প্রতিপক্ষ পাকিস্তান। এর আগে ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে আসরটি। আর এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা।

শিরোপা ধরে রাখার মিশন জয় দিয়ে শুরু করতে চান তারা। এরপর ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। ২০২২ সালে প্রথমবারের মতো নারী সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। এবারের আসরেও চ্যাম্পিয়ন হওয়ার অভিন্ন লক্ষ্য বাংলাদেশ নারী দলের। তবে টুর্নামেন্ট চ্যালেঞ্জিং হবে। এটি স্বীকার করেছেন নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনও। কেননা আগের আসরের অনেক ভালো খেলোয়াড় এখন দলে নেই। তা ছাড়া বর্তমান দলটি পর্যাপ্ত প্রস্তুতির সুবিধাও পায়নি। সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও এবার ডাগআউটে থাকবেন না। সব মিলিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। অবশ্য বাংলাদেশ নারী দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার আশার বাণী শুনিয়ে গেছেন। এই দলটি চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল।

পাকিস্তান ম্যাচের আগে নিজেদের বেশ ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এরই মধ্যে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছেন ভারতের মেয়েরা। এ ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন সাবিনা, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানীরা। পাকিস্তানি মেয়েদের শক্তি ও দুর্বলতা জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন তারা। পাকিস্তানের আক্রমণভাগকে কীভাবে আটকে দেওয়া যায়, সেই কৌশল নিয়ে মাঠে নামবেন লাল-সবুজের জার্সিধারীরা। পাকিস্তান ম্যাচের আগে রক্ষণভাগে বেশি জোর দিয়েছেন কোচ বাটলার। পাকিস্তানের আক্রমণভাগকে ব্যর্থ করার জন্য শিউলি আজিম, মাসুরা পারভীন, আফঈদা খন্দকারকে প্রস্তুত করেছেন তিনি। কেননা ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের সুহা হিরানি ও কাইলা মারিয়া সিদ্দিকী গোল পেয়েছেন। এ জন্যই ডিফেন্ডারদের নিয়ে অনুশীলনে বাড়তি কাজ করেছেন কোচ।

ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলের ফিরেছেন অন্যতম সেরা খেলোয়াড় কৃষ্ণা রানী। ফলে দলের শক্তি বেড়েছে। ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমরা দলে ২৩ জন রয়েছি। যে যেই পজিশনেই খেলুক, তারা চেষ্টা করবে সেরাটা দিতে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবারও। স্বাভাবিক খেলা খেলতে চেষ্টা করব। আমরাও প্রস্তুত। দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলতে চেষ্টা করব।’