কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের বড় জয়
হ্যারি কেইনের হ্যাটট্রিকে স্টুটগার্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে লিগে দুই ও সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জার্মানির সফলতম ক্লাবটি।
শনিবার বুন্ডেসলিগায় ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে আক্রমণের ঝড় বইয়ে দিলেও কোনো গোলের দেখা পায়নি বায়ার্ন। অবশেষে ৫৭তম মিনিটে দলকে এগিয়ে নেন কেইন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি।
সেই গোলখরা কাটানোর তিন মিনিট পর বক্সে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। আর ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এবারের লিগে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক।
এরপর ৮৯তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন কিংসলে কোমান।
লিগে সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। তিন নম্বরে ফ্রেইবুর্কের পয়েন্ট ১৫। গতবারের চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন ১৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।