পন্তের ১০৭ মিটারের ছক্কা ‘টেস্টের অন্যতম সেরা’
ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য এরই মধ্যে ক্রিকেটবিশ্বে সুপরিচিত ভারতের রিশাভ পন্ত। এছাড়া নব্বইয়ের ঘরে থাকলেও তার ছক্কা মারার ঝোঁকও কারো অজানা নয়। অন্যরা সেঞ্চুরির কাছাকাছি গেলে সাবধানী ব্যাটিং করলেও তথাকথিত ‘নার্ভাস নাইন্টিজ’কে উপেক্ষা করে আগ্রাসী ব্যাটিং করেন তিনি।
ক্যারিয়ারে অনেকবারেই নব্বইয়ের ঘরে আউট হয়েছেন পন্ত। আজও নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে কাটা পড়েন তিনি। অথচ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজকের এই ম্যাচে নব্বইয়ের ঘরে থাকা অবস্থায়ও ছক্কা হাঁকিয়েছেন পন্ত।
ভারতের দ্বিতীয় ইনিংসের ৮৭তম ওভারের তৃতীয় বলটি খাটো লেন্থে করেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এক হাঁটুতে ভর করে স্লগ সুইপ করেন তিনি। স্কয়ার লেগের ওপর দিয়ে বিশাল ছক্কা হয় সেটি। পরে দেখা যায়, ছক্কার দৈর্ঘ্য ১০৭ মিটার।
অনেকের কাছেই পন্তের শটটি অবিশ্বাস্য লেগেছে। বাউন্ডারিতে দাঁড়ানো নিউজিল্যান্ডের ফিল্ডার গ্লেন ফিলিপসের চোখেমুখে ছিল অবিশ্বাসের ছাপ। এমন ব্যাটিংয়ে তখন পন্তের সঙ্গী লোকেশ রাহুলও কিছু সময়ের জন্য হতবাক হয়ে যান। বিস্ময় লুকাতে পারেননি তিনি।
ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকরতো পন্তের শটটিকে তার দেখা অন্যতম সেরা শট হিসেবেই আখ্যা দিয়েছেন। নিজের এক্স অ্যাকাউন্টে মাঞ্জরেকার বলেন, ‘যুগের সেরা একজন ক্রিকেটার, রিশাভ পন্ত। এবং সাউদির বিপক্ষে সেই ছক্কাটি টেস্ট ক্রিকেটে আমার দেখা সেরা একটি শট।’
ছক্কা হাঁকানোর পরপই অবশ্য আউট হয়ে যান পন্ত। ৯৯ রানে থাকতে উইলিয়াম ও’ রোর্কের বলে সরাসরি বোল্ড হন তিনি। হতাশায় ভেঙে পড়ে বেঙ্গালুরুর স্টেডিয়াম। পন্তের আউটের কিছুক্ষণ পরই গুটিয়ে যায় ভারতের ইনিংস।