আগ্রাসী ব্যাটিংয়ে তামিমের ১৪১

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১৯:১৫
শেয়ার :
আগ্রাসী ব্যাটিংয়ে তামিমের ১৪১

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৬তম আসর শুরু হয়েছে আজ। উদ্বোধনী দিনে রাজশাহী খুলনার বিপক্ষে, ঢাকা মেট্রো বরিশালের বিপক্ষে, রংপুরের বিপক্ষে চট্টগ্রাম ও সিলেটের বিপক্ষে মুখোমুখি হয়েছে ঢাকা। তবে শেষের দুই ম্যাচে বৃষ্টির কারণে খেলাই হয়নি। রাজশাহী ও খুলনার ম্যাচ সম্পূর্ণ খেলা হলেও ঢাকা মেট্রো ও বরিশালের খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার। 

এনসিএলে আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর তানজিদ হাসান তামিম। খুলনা বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে মাত্র ১৩১ বলে ১৪১ রান করে আউট হন এই ওপেনার। ১৯ চারের সঙ্গে ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। প্রথম শ্রেণিতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। 

তামিমের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলটি প্রথম দিনেই করেছে ৩৮৫ রান। তানজিদ ছাড়াও সেঞ্চুরির দুয়ারে ফরহাদ হোসেন। ৯১ রান করে অপরাজিত আছেন তিনি। এছাড়া শাকির হোসেন অপরাজিত আছেন ৬১ রানে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে আজ বরিশালের বিপক্ষে খেলেছে ঢাকা মেট্রো। ভেজা আউটফিল্ডের কারণে এদিন খেলা শুরু হয় সাড়ে চার ঘণ্টা পর। এছাড়া আলোকস্বল্পতার কারণে আবার আগে বন্ধ হয় খেলা। ৪৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০২ রান করেছে ঢাকা মেট্রো।

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়া রংপুর ও চট্টগ্রামের ম্যাচ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এবং ঢাকা ও সিলেটের ম্যাচ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।