সাংবাদিকদের ধুয়ে দিলেন ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১৩:১৯
শেয়ার :
সাংবাদিকদের ধুয়ে দিলেন ম্যানইউ কোচ

অ্যালেক্স ফার্গুসন পরবর্তী ভঙ্গুর ম্যানচেস্টার ইউনাইটেডকে এরিক টেন হাগও দাঁড় করাতে পারেননি। তাইতো প্রায় প্রতিনিয়তই তার চাকরি নিয়ে প্রশ্ন ওঠে। তবে এবার ম্যানইউ কোচ রীতিমতো চটে গিয়ে সংবাদমাধ্যমকে একহাত নিলেন। ক্ষুব্ধ এই কোচ জানান, ক্লাবের ভেতরে এসব নিয়ে কোনো আলোচনা নেই, কিছু সাংবাদিকই শুধু আওয়াজ তুলে যাচ্ছে।

অনেক দিন ধরেই টেন হাগকে ছাঁটাই করা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বরাবরই ক্লাব তার পাশেই দাঁড়িয়েছে। পাশাপাশি চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। তবে এই মৌসুমের শুরুটা খুবই বাজে হয়েছে রেড ডেভিল খ্যাত দলটির।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এবার প্রথম সাত ম্যাচে স্রেফ দুই জয় নিয়ে এখন পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে আছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় নেই।

এদিকে প্রিমিয়ার লিগে শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের আগে চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে সংবাদকর্মীদের একটি অংশকে কাঠগড়ায় তুললেন টেন হাগ।

হেন হাগ বলেন, ‘আওয়াজ যা আসছে, যা কেবল সংবাদমাধ্যম থেকেই। আপনাদেরই কেউ কেউ… সবাই নয়, কেউ কেউ এসব গল্প তুলে আনছে, গল্প তৈরি করছে, রূপকথার গল্প লিখছে, মিথ্যা ছড়াচ্ছে। ক্লাবে আমরা সবাই একতাবদ্ধ হয়েই আছি।’

তিনি আরও বলেন, ‘(আন্তর্জাতিক) বিরতির আগেও বলেছি… বেশ কিছু সাংবাদিক কখনোই আমার ওপর ভরসা রাখেনি এবং সেটা তাদের প্রতিবেদনেই দেখতে পাই। ক্লাবের ভেতর সবকিছুই শান্ত।”

 ‘আমাদের অবস্থান নিয়ে অবশ্যই আমরা অসন্তুষ্ট। অবশ্যই আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং ঘুরে দাঁড়ানোর মতো একটা কৌশল বের করতে হবে। তবে দিনশেষে আমরা শান্তই আছি, স্থির আছি। এভাবেই থাকব এবং নিজেদের কৌশলে অটল থাকব এবং আমরা নিশ্চিত যে, এটাকে সফল করেই ছাড়ব।’-যোগ করেন টেন হাগ।