সরফরাজের অভিষেক সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১২:৩৮
শেয়ার :
সরফরাজের অভিষেক সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত

কঠিন পরিশ্রমের ফল বুঝি একেই বলে। ভারতের ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়ার পরও উপেক্ষিত থাকা এবং অবশেষে দেশের হয়ে মাঠে নামতে পারা, সবই যেন রূপকথা ছিল এই সরফরাজ খানের। এবার দেশটির হয়ে প্রথম সেঞ্চুরির স্বাদও পেয়ে গেলেন ২৬ বছর বয়সী ব্যাটার। তার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঘুরেও দাঁড়িয়েছে স্বাগতিকরা।

অথচ প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জায় পড়েছিল ভারত। পরে কিউইরা সাড়ে তিনশ রানের বেশি লিড নিলেও, দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক খেলেই সেঞ্চুরির দেখা পান সরফরাজ। বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনে নিজেকে আগাম উপহারও দিয়ে রাখলেন তিনি। কেননা তিন দিন পরই তার জন্মদিন।

তৃতীয় দিন সরফারাজ দিন শেষ করেন ৭০ রানে। চতুর্থ দিন সকালে দুর্দান্ত স্ট্রোক প্লে আর প্রতিভার বিচ্ছুরণে দেশের হয়ে প্রথম শতরান পূরণ করলেন মাত্র ১১০ বলে। বাউন্ডারি সেখানে ১৩টি, ছক্কা ৩টি।

সরফরাজ এই প্রতিবেদন লেখার সময় অপরাজিত ১২৫ রান করে। ভারত ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে। ১২ রানে পিছিয়ে রয়েছে দলটি। যদিও এই ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন শুভমান গিল চোটে পড়ায়।

এদিকে টেস্ট ক্রিকেটে পঞ্চাশের নিচে গুটিয়ে গিয়েও জয়ের নজির টেস্ট ইতিহাসে আছে কেবল একটিই। সেই ১৮৮৭ সালে অস্ট্রেলিয়র বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েও জিতেছিল ইংল্যান্ড। সরফারাজ নিশ্চিত করলেন, ১৩৭ বছর পর তেমন কিছুর পুনরাবৃত্তির স্বপ্ন দেখতেই পারে ভারত।