এক ম্যাচ নিষিদ্ধ রুনি
প্লিমিথ অর্গাইলের কোচ ওয়েন রুনিকে টাচলাইনে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবেক ইংলিশ স্ট্রাইকার চ্যাম্পিয়নশিপের (ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর) ম্যাচে অসদাচরণের দায়ে শাস্তি পেয়েছেন। পাশাপাশি তাকে সাড়ে পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ৩৮ বছর বয়সী রুনির শাস্তির কথা নিশ্চিত করে।
ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে এই মাসের শুরুতে প্লিমিথের ২-১ গোলে জয়ের ম্যাচে এই ঘটনা ঘটে। প্লিমিথ শুরুতে এগিয়ে যাওয়ার পর ৮৬তম মিনিটে সমতা ফেরায় ব্ল্যাকবার্ন। তবে প্রতিপক্ষের ওই গোল নিয়ে আপত্তি জানিয়ে রুনি দাবি করেন, বিল্ড-আপের সময় ফাউল হয়েছিল।
পরে রুনি ম্যাচ অফিসিয়ালকে অপমান করে কথা বলেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তাকে লাল কার্ড দেখান রেফারি জেমস লিনিংটন। কার্ড পেয়ে টানেলে চলে গেলেও, ৯৭তম মিনিটে প্লিমিথের মর্গ্যান হুইটেকারের জয়সূচক গোলের পর উদযাপন করতে মাঠে ফিরে আসেন রুনি।
রুনির বিরুদ্ধে মোট তিনটি ধারায় অভিযোগ এনেছিল এফএ। সবগুলো অভিযোগই স্বীকার করে নেন তিনি। এর আগে গত মে মাসে প্লিমিথের দায়িত্ব নেন রুনি। চ্যাম্পিয়নশিপের টেবিলে ১৪ নম্বরে আছে তার দল।