এশিয়ান ইমার্জিং কাপ /

আকবর-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৫
শেয়ার :
আকবর-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের শুভসূচনা

১৫১ রানের লক্ষ্য দেওয়ার পর ৫৫ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বুকে ভয়ই ধরিয়ে দিয়েছিল হংকং। তবে বাংলাদেশকে পথ হারাতে দেননি অধিনায়ক আকবর আলী ও তাওহিদ হৃদয়। তাদের ৫৪ রানের দুর্দান্ত জুটির ওপর ভর করেই এশিয়ান ইমার্জিং কাপের উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিল বাংলাদেশ। 

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে হংকং। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজ জার্সিধারীরা। 

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৫ রানের মধ্যেই দুই ওপেনার জিশান আলম ও পারভেজ হোসেন ইমন এবং তিনে নামা সাইফ হাসানকে হারিয়ে বসে বাংলাদেশ। ততক্ষণে শেষ ইনিংসের ৪৭ বল। অর্থাৎ, তখন মাত্র ৭৩ বলে দরকার ছিল আরও ৯৬ রান। সেখান থেকে ৩২ বলে ৫৪ রান যোগ করেন আকবর-হৃদয়। তাতে জয়ের সুবাস পায় টাইগাররা। 

দলীয় ১০৯ রানের বিদায় নেন ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করা হৃদয়। তবে আকবর শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে জয়ের কক্ষপথেই রাখেন বাংলাদেশকে। দলীয় ১২৯ রানে আউট হওয়ার আগে ২৪ বলে ৪৫ রানের নান্দনিক ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ৪টি চারের পাশাপাশি ৩টি ছক্কায় সাজান নিজের ইনিংস। জয়ের পথে আর কোনো বিপদ ঘটতে দেননি শামীম ও মাহফুজুর রহমান রাব্বি। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন শামীম। 

এর আগে বাবর হায়াতের ব্যাটে ১৫০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় হংকং। ৬১ বলে ২টি চার ও ৭ ছক্কায় ৮৫ রান করেন বাবর। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ওপেনার নিজাকাত খানের ব্যাটে। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন রিপন মন্ডল। ৪ ওভারের কোটা পূর্ণ করে মাত্র ২৪ রান দিয়ে তিনি শিকার করেন ৪ উইকেট। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট পাওয়া আবু হায়দার রনি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টি-টোয়েন্টি ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন।