কোহলি-সরফরাজের ব্যাটে লড়াইয়ে ফিরল ভারত
প্রথম ইনিংসে ভারতকে মাত্র ৪৬ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। এরপর নিজেরা প্রথম ইনিংসে তোলে ৪০২ রানের বিশাল সংগ্রহ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারত। রোহিত শর্মার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি ও সরফরাজ খান। তাতে কিউইদের বিপক্ষে লড়াইয়ের আভাস দিয়েছে ভারত।
বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিন পুরো সময় খেলা হওয়ার পর আজ তৃতীয় দিনেও খেলা হয়েছে পুরোটা সময়। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড লিড পায় ৩৫৬ রানের। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত। নিউজিল্যান্ডের লিড অতিক্রম করতে স্বাগতিকদের আরও দরকার ১২৫ রান।
আজ ৩ উইকেটে ১৮০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দিনের শুরুতে ভারতীয় বোলারদের দাপটে ২৩৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আগের দিনের অপরাজিত ব্যাটার ড্যারিয়েল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরিরা দাঁড়াতে পারেননি রবীন্দ্র জাদেজা-মোহাম্মদ সিরাজদের সামনে। তবে অষ্টম উইকেটে ১৩৭ রানের দুর্দান্ত জুটি গড়েন রাচিন রাবীন্দ্র ও টিম সাউদি। এই দুজন দলকে নিয়ে যান ৩৭০ রান পর্যন্ত। তবে এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি কিউই ইনিংস। ৪০২ রানেই অলআউট হয় সফরকারীরা।
চারে নেমে ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রাচিন। ওয়ানডে স্টাইলে মাত্র ১৫৭ বলে এই রান করেন তিনি। ১৩টি চার ও ৪টি ছক্কায় সাজান নিজের ইনিংস। অন্যদিকে নয়ে নামা টিম সাউদি ৬৫ রান করতে খেলেন মাত্র ৭৩ বল। ৫টি চারের পাশাপাশি ছক্কা হাঁকান ৪টি।
বিশাল রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। তবে ওপেনিংয়ে ৭২ রান যোগ করে ইতিবাচক ইঙ্গিত দেন এই দুজন। জয়সোয়াল ফেরার পর আর ২৩ রান যোগ হতেই ফেরেন রোহিত। অবশ্য এরই মধ্যে নিজের অর্ধশতক পূরণ করে রানখরা কাটান তিনি। এরপর জুটি বাঁধেন কোহলি ও সরফরাজ। দুজনই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এর মধ্যে সরফরাজ একটু বেশিই আগ্রাসী ছিলেন। ৪২ বলেই ফিফটি করেন তিনি। এরপর ৭০ বলে নিজের অর্ধশতক পূরণ করেন কোহলি। দিনের একেবারে শেষভাগে ৭০ রান করে আউট হন কোহলি। এরপরই দিনের তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। দুজন যোগ করেন ১৩৬ রান। ৭৮ বলে ৭০ রান করে অপরাজিত আছেন সরফরাজ।