সাজিদ-নুমানের স্পিন জাদুতে জয়খরা কাটাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ১৩:২৯
শেয়ার :
সাজিদ-নুমানের স্পিন জাদুতে জয়খরা কাটাল পাকিস্তান

দীর্ঘদিন পর ঘরের মাঠে জয় পেয়েছে পাকিস্তান। ছবি: পিসিবি

২০২১ সাল থেকে টেস্টে ঘরের মাঠে হেরে আসছিল পাকিস্তান। বাবর আজমের পর লাল বলের দায়িত্বে শান মাসুদ আসার পরও টানা হার দেখছিল দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ, বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ ও চলমান সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ তার অধীনে হারে পাকিস্তান। অবশেষে জয় দেখল দলটি। মুলতানে সাজিদ খান ও নুমান আলীর স্পিন বীরত্বে ইংল্যান্ডকে ১৫২ রানে হারায় স্বাগতিকরা। তাতে সিরিজে এল ১-১ সমতা।

ম্যাচের প্রথম ইনিংসে কামরান গুলামের সেঞ্চুরিতে ভর করে ৩৬৬ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে সাজিদ খানের ৭ উইকেটে ইংল্যান্ডকে ২৯১ রানে থামায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২২১ রান করলে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৭ রানের। তবে নুমান আলীর স্পিন ভেলকিতে ১৪৪ রানেই গুটিয়ে যায় বেন স্টোকসের দল। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করেন নুমান। তারপরও ম্যাচে ৯ উইকেট ও নিজেদের দ্বিতীয় ইনিংসে মূল্যবান ২২ রান করা সাজিদই হয়েছেন ম্যাচসেরা। 

একই ম্যাচে দুই স্পিনারের সাত বা তার বেশি উইকেট শিকারের এটি মাত্র তৃতীয় ঘটনা। এর আগে এই কীর্তি ১৯৯৭ সালের অ্যাশেজে গড়েছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও মাইকেল স্কট কাসপ্রোভিচ। তার আগের কীর্তিটি ছিল ১৯৫৬ সালে রয় লিন্ডওয়াল ও রিচি বেনাউডের। চেন্নাইতে ভারতের বিপক্ষে এমন রেকর্ড প্রথমবারের মতো গড়েন তারা। 

---৮ উইকেট নিয়ে জয়ের অন্যতম নায়ক নুমান আলী। ছবি: পিসিবি

চতুর্থ দিনে আজ জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৬১ রান আর পাকিস্তানের ৮ উইকেট। এই ৮ উইকেট তুলে নিতে এক সেশনের বেশি লাগেনি পাকিস্তানের। যার মধ্যে ৭টি-ই শিকার করেন নুমান। আরেকটি সাজিদ খানের। আগের দিন দুইটি উইকেটও ভাগ করে নিয়েছিলেন এই দুজন।