‘ভুলে যেও না সিরাজ এখন পুলিশের বড় কর্মকর্তা’

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ২১:৫৭
শেয়ার :
‘ভুলে যেও না সিরাজ এখন পুলিশের বড় কর্মকর্তা’

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই অলআউট হয় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ১৮০ রান তুলে দিন শেষ করেছে কিউইরা। এই ইনিংসের এক পর্যায়ে কিউই ওপেনার ডেভন কনওয়েকে স্লেজিং করেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। 

নিউজিল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারে ঘটে সিরাজ ও কনওয়ের মধ্যে এই স্লেজিংয়ের ঘটনা। ওভারের একটি বলে সিরাজকে বাউন্ডারি হাঁকান ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া কনওয়ে। হতাশ সিরাজ পরের বলেই বাঁহাতি ব্যাটার কনওয়ের উদ্দেশে ছুড়ে দেন কয়েকটি উত্তপ্ত বাক্য। 

অন্যদিকে, শান্ত আচরণের জন্য পরিচিত কনওয়ে। সিরাজ স্লেজ করলেও দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া ছিল না কনওয়ের মধ্যে। বরং নিজের কাজ ব্যাটিংয়েই মনোনিবেশ করেন তিনি। সিরাজও পরে আর কথা বাড়াননি। সেসময় ধারাভাষ্য কক্ষে ছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি তখন বলেন, ‘ভুলে যেও না সে এখন একজন ডিএসপি (ভারতের বড় পুলিশ কর্মকর্তা)। আমি আশ্চর্য হবো যদি তাকে সতীর্থরা স্যালুট দেয়।’

প্রসঙ্গত, ভারতের তেলেঙ্গানা রাজ্যের পুলিশের ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সিরাজ। দেশটির ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এই পেসারকে এই পদ উপহার দেয় রাজ্য সরকার।

তেলেঙ্গানা রাজ্য পুলিশ জানিয়েছে, ভারতের ক্রিকেটে সিরাজের অনন্য অবদানের জন্যই তাকে ডিএসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্যের পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের অন্যতম সদস্য এই পেসার।

ক্রিকেট মাঠে আগ্রাসনের জন্য সিরাজ বেশ পরিচিত। প্রতিপক্ষের ক্রিকেটারদের মানসিকভাবে ভড়কে দিতে কথার বাণে বিদ্ধ করতে পছন্দ করেন এই পেসার। তবে কনওয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন ও পরে নিউজিল্যান্ডকে নিয়ে যান শক্ত অবস্থানে।