সাকলাইনের ২৪ বছর পর সাজিদ

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১৬:৪৩
শেয়ার :
সাকলাইনের ২৪ বছর পর সাজিদ

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। তবে দ্বিতীয় টেস্টে দারুণ লড়াই করছে স্বাগতিকরা। মূলত, সাজিদ খানের বোলিংয়েই ইংলিশদের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছে পাকিস্তান। ইনিংসে ৭ উইকেট নিয়েছেন এই ডানহাতি অফ স্পিনার। এর মাধ্যমে দেশটির কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের ২৪ বছরের একটি পুরোনো মাইলফলকও স্পর্শ করলেন তিনি। 

এই মুলতানেই প্রথম টেস্টে ইনিংসে আট শ’র ওপরে রান করা ইংল্যান্ডকে নাঁচিয়ে ছেড়েছেন সাজিদ। তার বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি ‘বাজবল’-এ অভ্যস্ত হয়ে ওঠা ইংলিশ ব্যাটাররা। গতকাল টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১০ বলের ব্যবধানে তিন উইকেট নিয়েছেন সাজিদ। সবমিলিয়ে ১১১ রানের বিনিময়ে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান স্টাইলিশ এই বোলার। 

এর মাধ্যমে ঘরের মাঠে প্রায় ২৪ বছর পর কোনো পাকিস্তানি অফ স্পিনার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। সবশেষ ২০০০ সালে রাওয়ালপিন্ডিতে এই ইংল্যান্ডের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকলাইন। 

প্রসঙ্গত, মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৬ রান করে অলআউট হয় পাকিস্তান। অভিষেক ম্যাচ খেলতে নেমেই চোখধাঁধানো সেঞ্চুরি হাঁকান কামরান গুলাম। জবাব দিতে নেমে একপর্যায়ে ২ উইকেট হারিয়ে ২১১ রান তুলে ফেললেও এরপর সাজিদ খানের তোপে পড়ে ২৯১ রানেই অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকরা লিড পায় ৭৭ রানের।