বিশাল মূল্যে ক্লাসেনকে ধরে রাখছে হায়দরাবাদ
আইপিএলের আগামী আসরের জন্য অভিষেক শর্মা, প্যাট কামিন্স ও হেনরিখ ক্লাসেনকে রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া ট্রাভিস হেড ও নীতিশ রেড্ডির বিষয়েও আলোচনা চলমান রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রিটেনশনের শেষ দিনের আগেই হয়তো এই দুই ক্রিকেটারকে নিজেদের দলে চূড়ান্ত করবে হায়দরাবাদ।
এবারের মেগা নিলামকে সামনে রেখে হায়দরাবাদ ক্রিকেটারদের দামে পরিবর্তন এনেছেও। যেখানে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ক্লাসেনের দাম বেড়েছে। ২০২৩ সালের আসরে ৫ কোটি ২৫ লাখ রুপির ক্লাসেনকে এবার ২৩ কোটি রুপিতে রিটেইন করেছে দলটি। অর্থাৎ দুই মৌসুমের ব্যবধানে প্রোটিয়া ডানহাতি ব্যাটারের দাম বেড়েছে ৩৩৮ শতাংশ, মানে তিনগুণেরও বেশি।
এছাড়া দাম বেড়েছে ওপেনার অভিষেকেরও। সাড়ে ৬ কোটি রুপির এই ওপেনারকে আগামী মৌসুমের জন্য ১৪ কোটি রুপিতে রিটেইন করেছে হায়দরাবাদ। অর্থাৎ নতুন মৌসুমে অভিষেকের দাম বেড়েছে ১১৫ শতাংশ। এখানেও বিবেচনায় নেওয়া হয়েছে পারফরম্যান্স।
তবে দলকে নেতৃত্ব দিয়ে সফলতা দেখালেও দাম কমেছে কামিন্সের। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের দাম কমেছে ১২.২ শতাংশ। গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে আইপিএলে এসেছিলেন কামিন্স। কিন্তু আগামী ২০২৫ সালের আসরের জন্য তাকে ১৮ কোটি রুপিতে রিটেইন করেছে হায়দরাবাদ।