আইসিসির হল অব ফেমে কুক, ডি ভিলিয়ার্স ও নীতু

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ২১:৫৪
শেয়ার :
আইসিসির হল অব ফেমে কুক, ডি ভিলিয়ার্স ও নীতু

নতুন করে হল অব ফেমে সাবেক তিন ক্রিকেটারকে যুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জায়াগা পাওয়া এই তিন ক্রিকেটার হলেন- ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ও ভারতের নারী দলের সাবেক ক্রিকেটার নীতু ডেভিড। 

আজ আইসিসি তাদের নিজেদের ওয়েবসাইটে এই তিনজনকে অন্তর্ভুক্ত করার কথা জানায়। এই তিনজন মিলিয়ে আইসিসির হল অব ফেমে জায়গা হলো মোট ১১৫ জন সাবেক ক্রিকেটারের। 

ইংল্যান্ডের হয়ে ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় এক যুগ খেলেছেন। টেস্টের অন্যতম সেরা এই ওপেনার এই সময়ে ১৫ হাজারের ওপর রান করেছেন তিনি। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিদায় নিয়েছিলেন তিনি। যদিও সম্প্রতি এই রেকর্ড ভেঙে দিয়েছেন জো রুট। বর্তমানে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ছয় নম্বরে কুক। 

এদিকে, নিজের সময়ে সব সংস্করণেই অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন এবিডি ভিলিয়ার্স। মাঠের সবদিকে শট খেলার দক্ষতার কারণে তাকে বলা হতো মি. ৩৬০ ডিগ্রি। প্রোটিয়াদের হয়ে ৪২০ ম্যাচ খেলা এই তারকার ২০ হাজারের ওপর রান আছে। ওয়ানডেতে এখনো দ্রুততম সেঞ্চুরি (৩১ বলে) তার দখলে। টেস্ট ও ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৫০-এর ওপরে। 

ভারতের হয়ে ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্পিনার নীতু ডেভিড। দেশটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন তিনি। সম্প্রতি ভারতের নারী দলের প্রধান নির্বাচক হয়েছেন তিনি। নারীদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সেরা বোলিং তার।