অভিষেকে আলো ছড়ানো কামরানকে থাপ্পড় দিয়েছিলেন হারিস
ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে বাবর আজমের পরিবর্তে সুযোগ পেয়েছেন কামরান গুলাম। পাকিস্তানের জার্সিতে এই প্রথম সুযোগ পেলেন তিনি। আর সুযোগ পেয়েই জাত চেনাতে ভুল করলেন না এই ব্যাটার। দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে উদ্ধার করেছেন পাকিস্তানকে। অথচ, এই কামরানই এক সময় পাকিস্তানের পেসার হারিস রউফের থাপ্পড়ের শিকার হয়েছিলেন।
হারিস রউফ ও কামরান গুলামের মধ্যে থাপ্পড়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ২০২২ সালে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ম্যাচ চলাকালে। পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের মধ্যকার সেই ম্যাচে একই দলে ছিলেন হারিস ও কামরান। লাহোর কালান্দার্সের এই দুই খেলোয়াড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে হারিস একটি উইকেট পাওয়ার পর।
ভিডিওতে দেখা যায়, হারিসের উইকেটের উদযাপন করতে তার সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন মোহাম্মদ হাফিজ, শাহিন আফ্রিদি ও কামরানরা। তবে কোনো একটি কারণে কামরানকে সজোড়ে থাপ্পড় দিয়ে বসেন হারিস। থাপ্পড়ের পর হারিসের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা গেছে, কতটা ক্রুদ্ধ হয়েচিলেন তিনি। যদিও কামরানও হেসে ব্যাপারটি হালকা করতে চেয়েছেন তখন।
---সেঞ্চুরি করার পর কামরান গুলাম। ছবি: পিসিবি
পাকিস্তানের হয়ে চলমান টেস্টের প্রথম ইনিংসে ২২৪ বলে ১১৮ রান করেন কামরান। ১১টি চারের সঙ্গে ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে। তার এমন দুর্দান্ত ইনিংসেই ৩৬৬ রানের মতো পুঁজি পায় পাকিস্তান।