ইংল্যান্ডের কোচ হচ্ছেন টুখেল
ইংল্যান্ড ফুটবল দলের পরবর্তী কোচ হচ্ছেন টমাস টুখেল। ১৯৬৬ বিশ্বচ্যাম্পিয়নদের প্রস্তাবে সম্মত হয়েছেন এই জার্মান। ব্রিটেনের তিন সংবাদমাধ্যম বিসিবি, দ্য টাইমস, স্কাই স্পোর্টস ও জার্মানির সংবাদমাধ্যম বিল্ড এমন খবর নিশ্চিত করছে।
এর আগে গত ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর ইংল্যান্ড কোচের পদ ছাড়েন গ্যারেথ সাউথগেট। তবে লি কার্সলে এরপর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিলেও স্থায়ী কোচ খুঁজছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
যদিও উয়েফা নেশনস লিগে নভেম্বরে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ডাগআউটে থাকবেন কার্সলে। সভেন–গোরান এরিকসন ও ফাবিও কাপেলোর পর ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হতে যাওয়া টুখেল দায়িত্ব নেবেন এরপর।