ইংলিশদের বিদায় করে প্রোটিয়াদের নিয়ে সেমিতে উইন্ডিজ
ইংল্যান্ডকে ৬ উইকেট হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ইংলিশদের বিদায় নিশ্চিত হওয়ায় ‘বি’ গ্রুপ থেকে অন্য দল হিসেবে শেষ চারে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ও দুই ওভার বাকি থাকতে ১৪৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজরা।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির দুই ব্যাটারই জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। অধিনায়ক হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ হাফসেঞ্চুরি করেন। ম্যাথিউস ৩৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫০ রান করেন। আর জোসেফ ৩৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন। মাঝে কিছু উইকেট হারালেও ডেয়ান্ড্রা ডটিনের ২৭ রানে ভর করে জয় পায় উইন্ডিজ।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ন্যাট শিভার-ব্রান্টের অপরাজিত একমাত্র ফিফটিতে ১৪১ রান করে ইংল্যান্ড। এই ব্যাটার ৫০ বলে ৫টি চারে নিজের ইনিংস সাজান। তবে অন্য কোনো ব্যাটার নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় দলীয় সংগ্রহ বড় করতে পারেনি।
উন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান অ্যাফি ফ্লেচার। ২টি উইকেট দখল করেন ম্যাথিউস।