নাদালের অবসরে বন্ধু ফেদেরারের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১৩:১২
শেয়ার :
নাদালের অবসরে বন্ধু ফেদেরারের আবেগঘন বার্তা

দীর্ঘ দুই দশক টেনিস কোর্টে রাজত্ব করার পর অবসর নিয়েছেন রাফায়েল নাদাল। ৩৭ বছর বয়সে বিদায় জানিয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি।

এর আগে ২০২০ সালে রজার ফেদেরারের রেকর্ড ছাপিয়ে গিয়ে টেনিস বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক হয়েছিলেন নাদাল। প্রথমবার কিংবদন্তি সুইস তারকা ফেদেরারের সঙ্গে রাফার দেখা হয়েছিল ২০০৪ সালে, তখন নাদালের বয়স ছিল মাত্র ১৭। আর ক্রমতালিকায় স্থান ছিল ৩৪। ২০ বছর পর যখন তিনি থামলেন, ততদিনে ক্যারিয়ারে কোনো বড় ট্রফি জেতাই আর বাকি নেই রাফার।

এবার নাদালের বিদায়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন বন্ধু ফেদেরার। স্প্যানিশ তারকাকে নিয়ে ফেডেক্স লিখলেন, ‘অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় খেলায় এতগুলো স্মৃতি দেওয়ার জন্য, যেগুলো আমরা কখনও ভুলতে পারব না। তোমায় তোমার কৃতিত্বের জন্যেও শুভেচ্ছা, আমাদের কাছে তোমা খেলার দেখা গর্বের ব্যাপার।’