মেসি-রোনালদো দুজনকেই অনুসরণ করেন ব্রাজিলের ‘ছোট মেসি’
দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য এরই মধ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ব্রাজিলের এস্তেভো উইলিয়ান। ব্রাজিলিয়ানরা তাকে ডাকেন ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি হিসেবে। মাত্র ১৭ বছর বয়সী এই খেলোয়াড়ের ডাক এসেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকেও। আগামী বছর বয়স ১৮ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে উড়িয়ে নেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলেন এস্তেভো। তাকে দলে ভেড়াতে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো দলগুলো করেছে কাড়াকাড়ি। শেষ পর্যন্ত অবশ্য চেলসিই পেরেছে এই তারকাকে দলে ভেড়াতে।
এই মৌসুমে নিজ ক্লাবের হয়ে ১১টি গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেন এস্তেভো। অসম্ভব প্রতিভাধর এই ফুটবলার যে মেসিকে অনুসরণ করেন সেটি জানা কথাই। এবার এস্তেভো স্বয়ং জানালেন, শুধু মেসিই না; নিজ দেশের নেইমার জুনিয়র ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকেও পছন্দ করেন এই তারকা।
দ্য গার্ডিয়ানকে এস্তেভো বলেন, ‘আমি নেইমারকেও খুব পছন্দ করি, ক্রিস্টিয়ানো রোনালদোকেও। মেসি যা ফুটবলের জন্য করেছেন, তাতে তিনিই আমার সবকিছুর আদর্শ। তিনি যেভাবে খেলেন এবং মাঠের বাইরে ব্যক্তি হিসেবে এমন একজন যাকে দেখে অনুপ্রাণিত হই। এবং, অবশ্যই তার মতো বাঁ পায়ের হওয়াও তাকে পছন্দ করার বড় কারণ।’
মেসির প্রতিভা ও রোনালদো কঠোর পরিশ্রমের কথা ফুটবল অঙ্গনের মানুষের বেশিরভাগেরই জানা। এস্তেভো আবারও উচ্চারণ করলেন সেকথা, ‘কিছু মানুষ প্রতিভা নিয়ে জন্মায়, অন্যদের কঠোর পরিশ্রম করতে হয়। মেসি আর রোনালদো সবচেয়ে ভালো উদাহরণ। মেসির প্রতিভা আছে, রোনালদোর প্রচেষ্টা। আমি দুজনকেই অনুসরণ করি। প্রতিভা এবং নিবেদন; আজকাল ফুটবলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে উৎসর্গ করতে হবে। আপনাকে একটি সময়সূচী অনুসরণ করতে হবে ও নিজের খেয়াল রাখতে হবে। আপনাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে। নিবেদন ছাড়া আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন না।’