বাংলাদেশকে নাচিয়ে বিষ্ণোইয়ের মাইলফলক
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত। প্রথম ইনিংসে ২৯৭ রান তুলে জয়ের প্রেক্ষাপট আগেই তৈরি করে রেখেছিলেন ভারতের ব্যাটাররা। জয়টা কত ব্যবধানে আসে সেটিই ছিল দেখার অপেক্ষা। বাংলাদেশকে ১৬৫ রানে থামিয়ে বড় জয়ই নিশ্চিত করে স্বাগতিকরা।
বিশাল এই জয়ে দারুণ অবদান রেখেছেন ভারতের স্পিনার রবি বিষ্ণোই। ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। এর মধ্যে প্রথম ওভারটি দিয়েছেন মেডেন, নিয়েছেন দারুণ ব্যাট করতে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। রিভার্স সুইপ করতে গিয়ে বল উঠিয়ে দেন শান্ত। বল গ্লাভসবন্দী করতে কোনো ভুল করেননি উইকেটকিপার সঞ্জু স্যামসন। এরপর লিটন দাস ও রিশাদ হোসেনও ফেরেন বিষ্ণোইয়ের লেগ স্পিনে।
গতকাল একটি মাইলফলকও স্পর্শ করেছেন বিষ্ণোই। টি-টোয়েন্টিতে তার ৫০ উইকেট পূর্ণ হয়েছে। ভারতের সর্বকনিষ্ঠ (২৪ বছর ৩৭ দিন) ক্রিকেটার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এছাড়া ভারতের হয়ে আর্শদীপ সিংয়ের সঙ্গে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার ঘটনা।
ম্যাচের পর বিষ্ণোই বলেছেন, ‘ছোট এই মাইলফলক নিয়েও দারুণ অনুভব করছি। এটা ইতিবাচক চাপ যখন আপনার দলে সুস্থ প্রতিযোগিতা থাকবে। আমি সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছি।... আমি কিছুদিন (ক্রিকেটের) বাইরে ছিলাম, তাই যতটুকু সযোগ পেয়েছি তার পূর্ণ ব্যবহার করতে চেয়েছি।’