ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৫:৫০
শেয়ার :
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

ভারতের বিপক্ষে গতকালই হতাশার টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সামনে খেলতে হবে আরও একটি টুর্নামেন্ট। আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফর‌ম্যাটে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট শেষ হবে ২৭ অক্টোবর। 

ইমার্জিং এশিয়া কাপ উপলক্ষে আজ রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে নেতৃত্বে দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে জায়গা হয়েছে সদ্য ভারত সিরিজ ফেরত তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনদের।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড

আকবর আলী (অধিনায়ক), সাইফ হোসেন (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা।