নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ /

বাজে ব্যাটিংয়ে হেরে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ২২:৫৩
শেয়ার :
বাজে ব্যাটিংয়ে হেরে বাংলাদেশের বিদায়

স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা তিন হারে টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়ল এই আয়োজক দল। গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে, তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও আজ চতুর্থ ও শেষ ম্যাচে হারল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ধীরগতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। 

প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। ৪৩ বলে ৪টি চারে এই রান করেন তিনি। ৩৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি। ১৯ রান করতে ওপেনার সাথি রানির খেলতে হয়েছে ৩০ বল। এর মধ্যে আবার একটি ছয় ও একটি চারও আছে। 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ওপেনার তাজমিন ব্রিটস। ৪১ বলে ৫টি চারে ৪২ রান করেন তিনি। তিনে নামা আনেকে বোচ ২৫ বলে ২৫ রান করে দারুণ অবদান রাখেন। শেষের দিকে ক্লোয়ি ট্রিয়ন ১৩ বলে ১৪ রানের ইনিংস খেললে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।