রিশাদের ওভারে ৫ ছক্কা হাঁকানোর পর স্যামসনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ২০:৪৪
শেয়ার :
রিশাদের ওভারে ৫ ছক্কা হাঁকানোর পর স্যামসনের সেঞ্চুরি

দশম ওভারে এসে সঞ্জু স্যামসনের বিরুদ্ধে প্রথম বলেই ডট আদায় করে নিয়েছিলেন রিশাদ হোসেন। তবে এরপর যা হয়েছে তা ভুলেই যেতে চাইবেন এই লেগ স্পিনার। তার ওই ওভারের টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকালেন স্যামসন। একটু পর তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও। 

স্যামসনের প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না। ভারতের সবচেয়ে প্রতিভাধর একজনদের মধ্যেই রাখা হয় তাকে। তবে, জাতীয় দলে ঢুকে ঠিক থিতু হতে পারছিলেন না তিনি। অবশ্য একেক সময় একেক জায়গায় খেলতে হয়েছে, সেটাও একটা কারণ। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরতে পারেননি। তৃতীয় ম্যাচেও ব্যর্থ হলে জাতীয় দলের জায়গা আবারও নড়বড়ে হয়ে যেত তার। তবে নিজেকে প্রমাণ করার এই মঞ্চে আর ব্যর্থ হলেন না কেরালার এই ব্যাটার। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকের আগে ৩২টি ম্যাচ খেলেছেন স্যামসন। এতগুলো ম্যাচ খেলার পর করেছেন মাত্র ৪৮৩ রান। কোনো সেঞ্চুরিতো ছিলই না। হাফ সেঞ্চুরি ছিল মোটে দুইটি। সর্বোচ্চ স্কোর ছিল ৭৭ রানের। গড় ছিল বিশের নিচে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ নিজেকে নতুন করে প্রমাণ করলেন স্যামসন। 

সেঞ্চুরি করতে স্যামসন ব্যয় করেছেন ৪০ বল। ৯টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন এই সময়ে। এর আগে ফিফটি করতে তিনি ব্যয় করেছিলেন মাত্র ২২ বল। অর্থাৎ, পরের ফিফটি তিনি করেছেন ১৮ বলে। শেষ পর্যন্ত ১১১ রান করে মোস্তাফিজুর রহমানের বলে থামেন তিনি। বিশাল এই ইনিংস তিনি সাজান ১১টি চার ও ৮ ছক্কায়।