‘সহিংস’ মৌরিতানিয়ার বিপক্ষে সালাহ চাইলে সরতে পারে, জানাল মিসর
ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ততা আপাতত নেই। খেলোয়াড়রা নিজ দেশে ফিরে গেছেন জাতীয় দলের দায়িত্ব সামলাতে। লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহরও আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বিপক্ষে খেলা ছিল। তবে মিসর জানাল, সালাহ চাইলে এই ম্যাচ থেকে নিজেকে সরিয়েও নিতে পারেন।
আগামী মঙ্গলবার মৌরিতানিয়ার বিপক্ষে খেলবে মিশর। তবে খেলা হবে কৃত্রিম পিচে। যাতে অভ্যস্ত নন সালাহ। এ কারণে তার ইনজুরির শঙ্কাও আছে। তাছাড়া মৌরিতানিয়া সহিংস ফুটবল খেলে বলে উল্লেখ করেছেন মিসর ফুটবলের হেড কোচ হোসাম হাসান। এতেও সালাহ ইনজুরিতে পড়তে পারেন।
হোসাম বলেন, ‘যদি কোনো খেলোয়াড় কৃত্রিম পিচে খেলতে না চায়, আমি রাজি আছি। মৌরিতানিয়া দল খুব কড়াভাবে এবং সহিংস উপায়ে খেলে থাকে। তাদের মাঠ খুব বেশি ভালো না। বিশেষ করে সালাহ যদি বলে (না খেলার জন্য), আমি রাজি হবো।’
মিসর ফুটবলের এই কর্মকর্তা বলেন, ‘আমি মৌরিতানিয়া ম্যাচ নিয়ে খুব শঙ্কায় ছিলাম এবং সেখানকার পিচ (খেলার জন্য) খুব কঠিন। এমনকি আমি যদি সেখানে না-ও জিতে, এটা কোনো ব্যাপার না। যেটা ব্যাপার সেটি হচ্ছে, আমরা কখনো হারি না।’
সালাহর আন্তর্জাতিক বিরতি দ্রুত শেষ হলে লাভ লিভারপুলের। পুরো প্রস্তুত অবস্থায় সালাহকে পাবেন কোচ আর্নে স্লট। এরই মধ্যে লিভারপুলে ফিরেছেন রক্ষণভাগের ফুটবলার ভার্জিল ফন ডাইক। হাঙ্গেরির বিপক্ষে কার্ড খেয়ে জার্মানির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি। এবার সালাহও দ্রুত ক্লাবে ফেরার সিদ্ধান্ত নেন কি না সেটিই দেখার বিষয়। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট টেবিলে সবার ওপরে লিভারপুল। আগামী সপ্তাহের রবিবারে চেলসির মুখোমুখি হবে তারা।