জাকির-সাকিবকে দলে ভেড়াল সিলেট স্ট্রাইকার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে টাইগার পেসার তানজিম হাসান সাকিব, উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক এবং ওপেনার জাকির হাসানকে প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি ভিত্তিতে যুক্ত করেছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের অবশ্য প্রধান কোচের ভূমিকায় কে থাকবেন সেটি এখনো নিশ্চিত করেনি। পাশাপাশি বিদেশি কোটায় কারা খেলবেন সেটাও জানানো হয়নি।
আগামী ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের একাদশ আসর।
আসরের আগে ক্রিকেটারদের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করেছে বিপিএল কর্তৃপক্ষ। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।