দ. আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামছে মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১১:১৫
শেয়ার :
দ. আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামছে মেয়েরা

নারী টি-টোন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় দুদলের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের ‘বি’ গ্রুপে ২ পয়েন্ট অর্জন করেছে। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন মলিন হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। আজ গ্রুপের শেষ ম্যাচ জয় পেলে নানা সমীকরণের মারপ্যাঁচে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলতে পারবে কিনা, সেটি নিশ্চিত নয়।

প্রোটিয়া মেয়েরা তিন ম্যাচ খেলে দুটি জয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে। প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশকে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয়ে রাঙাতে চাইবেন নিগার সুলতানা জ্যোতিরা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের পথে যেতে চাইবেন আফ্রিকান মেয়েরা।