বিশাল মূল্যে ব্রাজিলে ব্যক্তিগত দ্বীপ কিনছেন নেইমার
ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ন তারকা নেইমার। সৌদি ক্লাব আল হিলালের এই তারকাকে মাঠে দেখা যাচ্ছে না প্রায় এক বছর ধরে। তাই ব্রাজিলের ইলাহাও দো জাপাও নামে একটি দ্বীপে পরিবার নিয়ে অবকাশযাপন করছেন তিনি।
দ্বীপটি ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছেই। দ্বীপটিতে থেকে নেইমারের এতোই ভালো লেগেছে যে সেটি তিনি এখন কিনে নিতে চাচ্ছেন। অবশ্য এর জন্য ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সিধারী এই তারকার খরচ হবে ৯০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১৮ কোটি টাকা।
বর্তমানে ইলাহাও দো জাপাও দ্বীপটির মালিকানা কানাডার একটি প্রতিষ্ঠানের। বর্তমানে সেই দ্বীপে থাকা নেইমারকে ভাড়া দিতে হয় প্রতিদিন ৫০ হাজার ইউরো। বিক্রি করার জন্য প্রতিষ্ঠানটি প্রথমে দ্বীপটির দাম হাঁকিয়েছিল ১ কোটি ২০ লাখ ইউরো। পরে সেটি কমিয়ে ৯০ লাখ ইউরোতে নামিয়ে আনা হয়।
নেইমারের দ্বীপ কেনার খবর জানিয়েছেন লিও দিয়াস নামে ব্রাজিলের এক সাংবাদিক। জানা গেছে, রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। দ্বীপটি ক্রয় করলে এই হেলিকপ্টারও নেইমারের হয়ে যাবে।
হেলিকপ্টার ছাড়াও ইলাহাও দো জাপাও দ্বীপটিতে নৌকায় করে যাওয়ার সুযোগ আছে। দ্বীপটি মোট তিন হেক্টরের। সেখানে একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে।