মেসি বললেন, কুৎসিত খেলা হয়েছে

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ১১:৩৮
শেয়ার :
মেসি বললেন, কুৎসিত খেলা হয়েছে

স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি মেসিরা। ছবি: এএফএ

ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরের দল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও লাতিন আমেরিকা অঞ্চলে আছে সবার ওপরে। তবে তারাই হোঁচট খেয়েছে র‌্যাঙ্কিংয়ের ৪০তম দল ভেনেজুয়েলার কাছে। ভেনেজুয়েলার ঘরের মাঠ মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসিরা ড্র করে বসেছেন ১-১ গোলে। 

ম্যাচের আগে প্রচুর বৃষ্টি হয় স্টেডিয়াম এলাকায়। এজন্য খেলা শুরু হয় দেরিতে। তবে খেলা শুরু হলেও মাঠ ছিল ভেজা। মাঠের বিভিন্ন জায়গায় জমে ছিল পানি। পরিস্কার দেখা গেছে, পাস দিলেই পাটি ছিটকে উঠছে। তাই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি আর্জেন্টিনা। 

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তো ম্যাচটিকে আখ্যা দিলেন কুৎসিত হিসেবেই, ‘(খেলা চালিয়ে যাওয়া) খুব কঠিন ছিল। এতে (বৃষ্টির কারণে) ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলা গেছে। কিন্তু এভাবে খেলা চালিয়ে যাওয়া খুব কঠিন। ভালো খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’

জয়ের পরিকল্পনা নিয়েই ভেনেজুয়েলা গিয়েছিলেন মেসিরা। তবে ভেজা মাঠই তাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। মেসির ভাষায়, ‘আমরা ড্র করেছি, কারণ যা করতে চেয়েছি, মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’

এমন মাঠে খুব বেশি ঝুঁকি নিতে চাননি মেসিরা, ‘আমরা পেছনে খুব বেশি পাস খেলার ঝুঁকি নিইনি। প্রথমার্ধে পেছনে কিছু পাস খেলেছি, কিন্তু পানিতে আটকে গেছে। পানির মধ্যে যেভাবে খেলা সম্ভব, আমরা সেভাবেই খেলেছি।’

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে বলিভিয়ার মুখোমুখি হবে সাফল্যে ভাসতে থাকা দলটি।