দুঃসংবাদ শুনে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তান অধিনায়ক
সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় ভরসার নাম ছিলেন অধিনায়ক ফাতিমা সানা। তবে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে এই অলরাউন্ডারকে।
দুবাইতে বসে বাবার মৃত্যু সংবাদ পেয়েছেন সানা। শেষ বিদায় জানাতে তাই পাকিস্তান ফিরছেন তিনি। আজ বৃহস্পতিবার ফাতিমার বাবার মৃত্যু ও তার দেশে ফেরার খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটি এই ঘটনায় শোকবার্তা দিয়ে জানায়, দুবাই থেকে প্রথম ফ্লাইটেই করাচির উদ্দেশে রওনা হবেন সানা।
আগামীকাল ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে নিশ্চিতভাবেই থাকতে পারছেন না সানা। তার না থাকা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা। ব্যাটে-বলে বেশ ফর্মে ছিলেন ২২ বছরের এই অলরাউন্ডার।
গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দারুণ জয় পায় পাকিস্তান। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার পর পেস বোলিংয়ে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। পরের ম্যাচে ভারতের বিপক্ষে দল হারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন অধিনায়ক। শেষ দিকে ভারতের দুই ব্যাটারকে ফিরিয়ে দলকে বড় পরাজয়ের হাত থেকে বাঁচান। যা রান রেটে ফেলে গুরুত্বপূর্ণ প্রভাব।
‘এ’ গ্রুপে ২টি ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ বেশি খেলে অস্ট্রেলিয়ার সমান জয় পেলেও রান রেটের কারণে দুইয়ে ভারত। ২টি ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে রান রেটে এগিয়ে তিনে পাকিস্তান। সামনে দলটির সামনে আরও দুই ম্যাচ। সেমিফাইনালে খেলতে হলে কমপক্ষে আরও একটি ম্যাচে জয় দরকার পাকিস্তানের।